কানপুর টেস্টে (Kanpur Test) অভিষেক সেঞ্চুরি (Test Century) করলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে শুক্রবার ১৬তম ভারতীয় ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেন তিনি।
এবার টেস্ট টিমে আচমকাই সুযোগ পেয়েছিলেন শ্রেয়স আয়ার। টিম ম্যানেজমেন্টকে একেবারেই নিরাশ করেননি তিনি। ঘরের মাঠ হলেও গ্রীনপার্কের (Green Park) পিচে ব্যাট করা বেশ মুশকিল টিম ইন্ডিয়ার কাছে। সেই পিচেই অভিষেক টেস্ট খেলতে নেমে সেঞ্চুরি করলেন শ্রেয়স আয়ার। ১৭১ বলে ১০৫ রান করেন তিনি।
প্রথম দিন চার উইকেট হারিয়ে ২৫৮ রান তোলে টিম ইন্ডিয়া। দ্বিতীয় দিন ব্যাট করতে নামার পর সেঞ্চুরি আসে শ্রেয়স আয়ারের ব্যাট থেকে। তারপরেও খুব বেশি রান যোগ করতে পারেনি টিম। ৩৪৫ রানে আউট হয়ে যায় টিম।