স্ট্রেট গেমে জিতে ব্যাডমিন্টনের দ্বিতীয় রাউন্ডে উঠলেন ভারতের পি ভি সিন্ধু।
বিশ্বের সাত নম্বর ভারতীয় তারকা পি ভি সিন্ধুর পরের রাউন্ডে প্রতিপক্ষ বিশ্বের ৩৪ নম্বর, হং কংয়ের চেউং নান ই। কিন্তু মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে উঠতে ব্যর্থ হলেন ভারতের মনু ভাকের ও যশস্বিনী দেশওয়াল।টোকিও অলিম্পিক্সের দ্বিতীয় দিনে ভারোত্তোলনে পদক এসেছে।
টেবিল টেনিসে সিঙ্গলসে জয় পেয়েছেন সুতীর্থা মুখোপাধ্যায় ও মনিকা বাত্রা। কিন্তু শ্যুটিংয়ে ব্যর্থ হতে হয়েছে ভারতকে। সৌরভ চৌধুরী হতাশ করেছেন