শীতলকুচিতে নির্বাচন চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনা কাণ্ডের তদন্তকারী অফিসারকে তলব করল সিআইডি। বৃহস্পতিবারই শীতলকুচিকাণ্ডের তদন্তকারী অফিসারকে ভবানী ভবনে তলব করা হয়েছে। মাথাভাঙা থানার আইসিকে-ও তলব করা হবে, এমনটাই খবর সিআইডি সূত্রে। ডিআইজি সিআইডি কল্যাণ মুখোপাধ্যায়ের নেতৃত্বে তদন্তের জন্য সিট গঠন করা হয়েছে। শীতলকুচিতে নির্বাচন চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য তথা জাতীয় রাজনীতি৷ ভোটপর্ব মিটতেই সেই বিষয়ের তদন্তে একাধিক বড় পদক্ষেপ করল সিআইডি।