প্রয়াত হলেন বিশিষ্ট সমাজকর্মী স্মরজিৎ জানা। পশ্চিমবঙ্গের যৌনকর্মীদের সংগঠন দুর্বার মহিলা সমন্বয় কমিটির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। যৌনকর্মীদের পরিচয়পত্রের ব্যবস্থা করা, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি, দুর্গাপুজোর ব্যবস্থা করা-সহ অসংখ্য কাজ করে গিয়েছেন তিনি। স্মরজিৎ জানা একইসঙ্গে ছিলেন জনস্বাস্থ্য আন্দোলনের প্রথম সারির একজন সৈনিক। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটার প্রয়াত সমাজকর্মীকে শ্রদ্ধা জানিয়েছেন তিনি।