নববর্ষের দিনও নির্বাচনী প্রচার বাদ দিলেন না প্রার্থীরা। কথামতো এদিনও রাজ্যে আসেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। মালদার মালতিপুরে বিজেপি প্রার্থী মৌসুমি দাসের সমর্থনে প্রচার করেন তিনি। মালতিপুর মাঠের হেলিপ্যাডে নামার পরই সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান মন্ত্রী। তারপর প্রচার শেষে হালকা মেজাজে আদিবাসী মহিলাদের সঙ্গে গানের তালে পা মেলাতে দেখা যায় তাঁকে। আর এভাবেই নতুন বছরের প্রথম দিনে সাধারণ মানুষের সঙ্গে মিশে যান তিনি।