বিগ ব্যাশ লিগে (Big Bash League) প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করলেন ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। মাত্র ৫৭ বলে সেঞ্চুরি করেন তিনি। কিন্তু ভারত অধিনায়ক হরমনপ্রীতের (Harmanpreet) জন্য হজম করতে হল হার।
সিডনি থান্ডারের (Sydney Thunder) হয়ে বিগ ব্যাশ লিগে খেলেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। মেলবোর্ন রেনেগেডসের বিরুদ্ধে ১৭৬ রান তাড়া করতে গিয়ে সেঞ্চুরি করেন তিনি। ১১৪ রান করলেও হারতে হয় টিমকে। মেলবোর্ন টিমে খেলেন টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক হরমনপ্রীত কাওর (Harmanpreet Kaur)। শেষ ওভারে বাকি ছিল ১২ রান। আটকে যায় সিডনি থান্ডার। মাত্র চার রানে হারতে হয় স্মৃতি মান্ধানাদের।
প্রথমে ব্যাট করতে নেমে ৫৫ বলে ৮১ রান করেন হরমনপ্রীত কাওর। তাঁর রানে ভর করেই স্কোরবোর্ডে বড় রান তোলে মেলবোর্ন।