মুক্তির পরেই বক্স অফিসে(Box office) সাড়া ফেলে দিয়েছে অক্ষয় কুমার(Akshay Kumar) অভিনীত ছবি 'সূর্যবংশী'(Sooryavanshi)। এবার দীপাবলিতে নতুন করে দর্শক মাতাতে আসছে এই ছবি।
রোহিত শেট্টির(Rohit Shetty) এই সুপারহিট ছবির এবার নেটফ্লিক্সের(Netflix) সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে।
Sooryavanshi: বক্স অফিসে ঝড় তুলছে অক্ষয়ের 'সূর্যবংশী', ১০০ কোটির গণ্ডি ছুঁতে চলেছে সিনেমা?
বক্স অফিসে মুক্তির প্রায় একমাস পরেই ক্যাটরিনা কাইফ(Katrina Kaif), অজয় দেবগন(Ajay Devgan), রণবীর সিংয়ের(Ranveer Singh) মতো তারকাখচিত এই ছবি ডিসেম্বরে মুক্তি পাবে নেটফ্লিক্সে।
দীপাবলির(Diwali) মরসুমে দেশের প্রায় ৩৫০০ সিনেমা হল এবং বিদেশের মাটিতে ১৩০০ জায়গায় এই ছবি সাফল্যের সাথে মুক্তি পেয়েছে। ছবি মুক্তির প্রথম দিনেই ২৬ কোটির ব্যবসা করেছে 'সূর্যবংশী'। তবে লাভের সেই অঙ্ক এখন ১০০ কোটি(100 cr) ছুঁয়েছে।