নাজিম হিকমত বলেছিলেন, "বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু, বড়জোর এক বছর"। কিন্তু কিছু শোক দীর্ঘ দিন মনে রাখে এ পৃথিবী। আজ সেরকম একটি দিন। ১৫ নভেম্বর, বাংলার এক আইকনকে হারানোর দিন। আজ সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chattopadhyay) প্রথম মৃত্যুবার্ষিকী (death anniversary)। ২০২০ সালের শেষে দীর্ঘ অসুস্থতা, দেড় মাস হাসপাতালে থাকার পর এই দিনটিতেই চলে গিয়েছিলেন সৌমিত্র।
জিতু কমলই কি তবে 'সেরা মানিক'? অনীক দত্তের ছবির ফার্স্ট লুক ভাইরাল
বাংলা চলচ্চিত্রে, মঞ্চাভিনয়ে একটা যুগের অবসান হয়েছে। তবে তাঁর ধারাকে বয়ে নিয়ে চলছেন মেয়ে পৌলমী বসু। বাবার প্রয়াণ দিবসের ঠিক একদিন আগে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে মঞ্চস্থ হতে চলেছে তাঁর লেখা দু’টি নাটক,-‘দুটি কাপুরুষের কথা’ এবং ‘টাইপিস্ট’। দু’টো নাটকই পৌলমীর পরিচালনায়। রচনা সৌমিত্র চট্টোপাধ্যায়ের।
রুপোলি পর্দায় সৌমিত্রের কিছু আইকনিক চরিত্র এঁকে পোস্টার তৈরি করলেন শিল্পী অনিকেত মিত্র। সৌমিত্রহীন বাংলায় থেকে যাবে সেই সব কালজয়ী চরিত্রেরা। তাঁদের মধ্যে দিয়ে থেকে যাবেন বাঙালির ঘরের নায়ক।