বিরাট কোহলিকে (Virat Kohli) জাতীয় দলের (Team India) একদিনের ক্রিকেট দলের অধিনায়কত্ব থেকে সরানো নিয়ে মুখ খুললেন BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সৌরভ জানিয়ে দিলেন, কোহলিকে অধিনায়কত্ব থেকে সরানো বোর্ড এবং নির্বাচকদের যৌথ সিদ্ধান্ত। তাঁর মতে, সাদা বলের দু’টি ফরম্যাটে দু’জন আলাদা অধিনায়কের পক্ষে ছিলেন না নির্বাচকরা। তাই কোহলিকে একদিনের ক্রিকেটেও অধিনায়ক রাখা হয়নি।
সংবাদ সংস্থাকে সাক্ষাৎকারে সৌরভ জানিয়েছেন, বোর্ড এর আগে কোহলীকে অনুরোধ করেছিল টি-টোয়েন্টির (T20) নেতৃত্ব না ছাড়তে। কোহলি তাতে রাজি হননি। এরপরেই নির্বাচকরা সিদ্ধান্ত নেন, দু’টি সাদা বলের ফরম্যাটে দু’জন আলাদা অধিনায়ক রাখার অর্থ নেই। তাই ঠিক করা হয় কোহলিকে টেস্ট অধিনায়ক রাখা হবে এবং সাদা বলের সব ধরনের ক্রিকেটে নেতৃত্ব দেবেন রোহিত।
Virat Kohli: ভারতের এই সফলতম অধিনায়ককে কেন দায়িত্ব থেকে সরিয়ে দিল BCCI?
সৌরভ জানিয়েছেন, তিনি নিজে সভাপতি হিসেবে ব্যক্তিগত ভাবে কোহলির সঙ্গে কথা বলেছি। নির্বাচক কমিটির চেয়ারম্যানও কোহলির সঙ্গে কথা বলেছেন।