বিরাট কোহলির (Virat Kohli) সাংবাদিক বৈঠক নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তবে তিনি জানিয়ে দিলেন, বোর্ড বিষয়টি দেখছে। যা করার বিসিসিআই করবে। সৌরভের মতে, এটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। তাই তিনি মন্তব্য করবেন না।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সৌরভ বলেন, "এটি খুবই স্পর্শকাতর বিষয়। আমি এই নিয়ে কোনও মন্তব্য করব না। বোর্ড প্রয়োজন অনুযায়ী যা করার করবে। বিসিসিআই বিষয়টি দেখছে।"
দক্ষিণ আফ্রিকা (South Africa) সফরে উড়ে যাওয়ার আগে বুধবার সাংবাদিক বৈঠক করেন টেস্ট দলের অধিনায়ক কোহলি। তিনি জানান, তাঁকে যে ওয়ান ডে দলের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হবে, সে বিষয়ে আগে কিছু জানানো হয়নি৷ টেস্ট দল নির্বাচনের দেড় ঘণ্টা আগে বিষয়টি তাঁকে জানানো হয়।
Indian Cricket: কোহলি-রোহিত-সৌরভের আগে ভারতীয় ক্রিকেটের বড় বিতর্কগুলি কী কী?
উল্লেখ্য, বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় দাবি করেছিলেন, অধিনায়কত্বের বিষয়ে তিনি কোহলিকে নিজে ফোন করেছিলেন।