জমি মামলায় আদালত যুদ্ধে জয়ী সৌরভ গাঙ্গুলি।স্কুল তৈরির জন্য রাজ্য সরকারের থেকে নেওয়া জমি আগেই ফিরিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
কিন্তু তাঁকে রাজ্য সরকারের সংস্থা হিডকো যে ভাবে জমি দিয়েছিল সেই পদ্ধতি নিয়ে একটি মামলা হয় কলকাতা হাই কোর্ট। সোমবার সেই মামলার রায়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় হিডকো কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন।
নিউ টাউনে সিটি সেন্টার ২-এর কাছে ওই জমিতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত আইসিএসই বোর্ডের অনুমোদিত স্কুল করতে চেয়েছিলেন সৌরভ। সেই কারণে হিডকোর তরফ থেকে তাঁকে তৃণমূল জমানায় জমি দেওয়া হয়।