বিরাট কোহলির অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার প্রসঙ্গে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী তাঁর অনুভূতির কথা জানালেন। জানালেন তিনি কতটা বিস্মিত হয়েছিলেন বিরাট কোহলির টি-টোয়েন্টি ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার ঘোষণায়। চলতি বছরের ইংল্যান্ড সফরের পর ভারত অধিনায়ক বিরাট কোহলি তাঁর সিদ্ধান্তের মধ্য দিয়ে প্রচুর মানুষকে বিস্মিত করেছেন, যার ব্যতিক্রম নন সৌরভ গাঙ্গুলীও।
বিরাট বলেন তাঁর এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পেছনে কাজ করছে প্রবল মানসিক চাপ। শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপের অধিনায়কত্বই নয়, আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কের দায়িত্বও তিনি ছেড়ে দেবেন ২০২১ সালের পর।
সৌরভ গাঙ্গুলী হলেন ভারতীয় অধিনায়কদের অন্যতম, যিনি তিনটি ফরম্যাটের ক্রিকেটই সফল। সৌরভ বলেন, "একজন ক্রিকেটার হিসেবে আমি বুঝি কতটা চাপ তৈরি হয় একজন অধিনায়কের ওপর। দীর্ঘদিন ধরে ক্রিকেটের তিন ফরম্যাটেই অধিনায়কত্ব করা যথেষ্ট কঠিন একটি কাজ।"
অধিনায়কত্বের এই প্রবল চাপ কোহলির সাম্প্রতিক পারফরমেন্সের উপর প্রভাব ফেলেছে। তাঁর ব্যাট থেকে শেষ সেঞ্চুরিটি এসেছে ২০১৯ সালে।
তবে সৌরভ একথাও স্বীকার করেছেন যে কোহলি যত বড় ক্রিকেটারই হোন না কেন, তিনি যন্ত্র নন। দীর্ঘদিন ধরে একইরকম পারফরম্যান্স দিয়ে যাওয়া কারুর পক্ষেই সম্ভব নয়। ফলে পারফরম্যান্সের এই ওঠানামার চলতেই থাকবে।