নিজের মুখ দেখে নিজেই চমকে উঠলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়(Srabanti Chatterjee) । এমনকী, নিজেকে দেখতে 'ভয়ংকর' লাগছে বলেও জানান অভিনেত্রী । কিন্তু, কেনই বা এরকম বললেন শ্রাবন্তী, ব্যাপারখানা কী ?
সম্প্রতি শ্রাবন্তীর একটি মেকআপহীন ছবি টুইটারে শেয়ার করেছেন প্রযোজক রানা সরকার(Rana Sarkar) । ছবিতে শ্রাবন্তীর মুখে মেক-আপ পর্যন্ত নেই । চোখে মোটা ফ্রেমের চশমা । একেবারে সাদামাটা ছবি । এই ছবিতে আবার শ্রাবন্তীকে ট্যাগও করেন রানা সরকার । আর সেই ছবি দেখেই চমকে উঠেছেন শ্রাবন্তী । ছবিটি আবার শেয়ার করে চমকে যাওয়ার দু’টি ইমোজি ব্যবহার করেছেন এবং মজার ছলে অভিনেত্রী লেখেন, “আমাকে ভয়ংকর লাগছে দেখতে।”
Srabanti Chatterjee: 'বিজেপি বাংলার উন্নয়নের কথা ভাবে না', গেরুয়া শিবির ছেড়ে কোন পথে শ্রাবন্তী?
তিন-চার দিন আগেই বিজেপির সঙ্গে সমস্তরকম সম্পর্ক ছিন্ন করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় । বাংলার জন্য বিজেপির আন্তরিকতার অভাব দেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান অভিনেত্রী ।