ভিড় সামলাতে না পেরে অষ্টমীর রাতে লেকটাউন শ্রীভূমির মণ্ডপ বন্ধ করল প্রশাসন। মহালয়ার দিন থেকেই ভিড় উপচে পড়ছিল শ্রীভূমিতে। অষ্টমীতে জনপ্লাবন নামে। পরিস্থিতি সামাল দিতেই দর্শনার্থীদের জন্য মণ্ডপ বন্ধ করার সিদ্ধান্ত নেয় প্রশাসন। রাতভর পুলিশের টহলদারি চলে ওই চত্ত্বরে।
দুবাইয়ের বুর্জ খলিফার আদলে মণ্ডপ, সঙ্গে আলোর চোখ ধাঁধানো কারসাজি দেখিয়ে এবার নজর কেড়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। 'বুর্জ খলিফা' মূল আকর্ষণ ছিল লেজার-শো। তবে আগেই তা বন্ধ করে দেওয়া হয়েছিল। বুর্জ খলিফার লেজার আলোর কারণে বিমান চলাচলে ব্যাঘাত ঘটছিল বলে খবর। কলকাতা বিমানবন্দরে বিমান ওঠানামার ক্ষেত্রে অসুবিধা হচ্ছিল। সেকারণে আগেই লেজার-শো বন্ধ রাখার সিদ্ধান্ত নেন পুজো উদ্যোক্তারা।