পুজো কার্যত শুরু হয়ে গিয়েছে। শহর জুড়ে মণ্ডপে মণ্ডপে হরেক আয়োজন৷ অজস্র বড় পুজোর মধ্যেও কয়েকটি হল সুপারস্টার। সেরা ক্রাউড পুলার পুজোগুলি অন্যতম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো। অন্য বছরের মতো এবারও সেখানে উপচে পড়বে ভিড়। এমনই প্রত্যাশা আয়োজকদের। থাকবে চোখধাঁধানো আকর্ষণও।
পৃথিবীর উচ্চতম নির্মাণ 'বুর্জ খলিফা' (Burj khalifa) দেখতে আর দুবাই যাওয়ার দরকার নেই। খাস কলকাতার বুকে একটু একটু করে মাথা দাঁড়াচ্ছে সেই গগনচুম্বী অট্টালিকা (tallest building in the world)। এ বছরের দুর্গাপুজোয় কলকাতার অন্যতম 'ক্রাউডপুলার' শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের (Sreebhumi Sporting Club) দুর্গা পুজোর (Durga Puja 2021) মণ্ডপ তৈরি হচ্ছে বিশাল 'বুর্জ খলিফা'র (Burj khalifa) আদলে।
Durga Puja 2021 : বড়িশা ক্লাব ও বেহালা নতুন দলের দুর্গাপুজোর উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়
এই পুজো নিয়ে প্রতিবারই তুঙ্গে থাকে উৎসাহ। এবারও তাই। তবে কঠোর ভাবে কোভিডবিধি মেনে তবেই পুজে দেখা যাবে। এমনটাই জানাচ্ছেন উদ্যোক্তারা।