'বেগমজান' ও 'সাবাশ মিঠু'-র পর এবার নেপালের বাঘের কাহিনি নিয়ে আসছে সৃজিত মুখার্জির(Srijit Mukherjee) পরবর্তী হিন্দি ছবি 'শেরদিল'(Sherdil) । ছবিতে অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi) । আজ, বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গেল ছবির শুটিং । শুটিং শুরুর খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পরিচালক । এটাই সৃজিতের তৃতীয় হিন্দি ছবি হতে চলেছে ।
জানা গিয়েছে, এই ছবিতে পঙ্কজ ত্রিপাঠী ছাড়াও দেখা যাবে শায়নী গুপ্ত ও নীরজ কবিকে । এই ছবিতে, বাঘকে নিয়ে নানা কাণ্ড ঘটাবেন পরিচালক । নেপালের একটি সত্য ঘটনা অবলম্বনে 'শেরদিল' তৈরি করেছেন সৃজিত ।
আরও পড়ুন, Nushrat Jahan: নিখিল-নুসরতের বিয়ে বৈধ নয়, জানিয়ে দিল আলিপুর আদালত
২০১৯ সালে নতুন এই বলিউড ছবির ঘোষণা করেছিলেন সৃজিত । তবে করোনা আবহে ছবির শুটিং শুরু করতে পারেননি তিনি । তবে শোনা যাচ্ছিল, চলতি বছরের নভেম্বর মাসেই 'শেরদিল'-এর শুটিং শুরু করবেন পরিচালক । সেইমতো, আজ থেকেই শুরু হল ছবির শুটিং ।
হাতে এখন পরপর ছবির কাজ রয়েছে সৃজিতের । কয়েকদিন আগেই 'সাবাশ মিঠু' ছবির শুটিং শেষ করেছেন পরিচালক । আবার, পরের বছরই ফেব্রুয়ারি মাসে মুক্তি পেতে চলেছে সৃজিতের 'এক্স ইক্যুয়ালস টু প্রেম' ।