মুম্বইয়ের আর্থার রোড জেলে গিয়ে ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করলেন শাহরুখ খান। মিনিট পনেরো কথা হয় তাঁদের।
বৃহস্পতিবার সকালে ছেলে Aryan Khan- এর সঙ্গে দেখা করতে মুম্বই আর্থার রোড জেলে এলেন Shah Rukh Khan। আশা ছিল শীঘ্রই জামিনে মুক্ত পাবে ছেলে, কিন্তু একের পর এক শুনানির পরেও জামিনের আবেদন খারিজ। ভিডিয়ো কলে আগের দিন কথার পর এবার সশরীরে ছেলের সঙ্গে দেখা করতে জেলেই এলেন বাবা। ৩ অক্টোবর গ্রেফতারির ১৭ দিন পর আরিয়ানের মুখোমুখি শাহরুখ। মাদক কাণ্ডে জেলবন্দি আরিয়ান খান।
Aryan Khan : জামিনের জন্য এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ আরিয়ান, বৃহস্পতিতে হতে পারে শুনানি
একটি ছোট গাড়িতে করে জেলে আসেন শাহরুখ। সঙ্গে ছিলেন কয়েকজন নিরাপত্তারক্ষী।