বলিউড তারকা শাহরুখ খানের (Shah Rukh Khan) গাড়ির চালককে জেরা করল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো NCB। মুম্বই ক্রুজ শিপ (Cruise Ship Drug Bust Case) মাদক কাণ্ডে শনিবার ওই ব্যক্তিকে জেরা করা হয়।
এই মামলায় প্রযোজক ইমতিয়াজ খাত্রীকেও জেরা করেছে এনসিবি। কেন্দ্রীয় সংস্থাটি তাঁর অফিসে তল্লাশিও করেছে।
Taapsee Pannu on Aryan Arrest : আরিয়ানের গ্রেফতারি প্রসঙ্গে স্পষ্ট মন্তব্য তাপসীর, যা বললেন...
শনিবারই মাদক মামলায় শাহরুখের ছেলে আরিয়ান খানের জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে। তিনি আর্থার রোড জেলে আছেন। সোমবার ফের জামিনের আবেদন করতে পারেন তিনি।