শাহরুখ পুত্র আরিয়ান খানের (Aryan Khan) জামিনের আবেদনে স্থগিতাদেশ বোম্বে হাইকোর্টের (Bombay High Court)। বুধবার জামিনের আবেদন নিয়ে পরবর্তী শুনানি। আরও এক রাত জেলেই থাকতে হবে আরিয়ানকে।
মঙ্গলবার আদালতে প্রাক্তন সলিসিটর জেনারেল মুকুল রোহতাগি (Mukul Rohatgi,) আরিয়ানের হয়ে সওয়াল করেন। তিনি আদালতে বলেন, "এই যুবককে জেলে না পাঠিয়ে রিহ্যাবে রাখা যেতে পারে।" এনসিবির হোয়াটসঅ্যাপ চ্যাটের অভিযোগ নিয়েও জবাব দেন তিনি। রোহতাগির দাবি, "মাদকচক্রের সঙ্গে আরিয়ানের আর্থিক লেনদেন সংক্রান্ত কোনও নথি এনসিবির কাছে নেই। আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে ক্রুজ পার্টি সংক্রান্ত কোনও চ্যাট পাননি এনসিবি কর্তারা।" রোহতাগি মঙ্গলবার আদালতে জানান, "গোটা ঘটনার সঙ্গে আরিয়ানের হোয়াটসঅ্য়াপ চ্যাটের কোনও সম্পর্ক নেই। যে ষড়যন্ত্রমূলক অভিযোগ করা হচ্ছে, তা দাঁড়াবে না।"
২ অক্টোবর মুম্বইয়ের ক্রুজ পার্টি থেকে আটক করা হয় আরিয়ান খানকে। মাদকচক্রে জড়িত থাকার অভিযোগে পরে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর ২০ দিনের বেশি কেটে গেলেও এখনও জামিন পাননি শাহরুখ পুত্র আরিয়ান।