দীপাবলিতে (Diwali) মাত্র দু'ঘণ্টা পরিবেশবান্ধব বাজি (Green Crackers) ফাটানো যাবে। রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত সময় বেঁধে দিল রাজ্য। ছট পুজো ও নিউ ইয়ারেরও বাজি ফাটানোর সময়সীমা নির্দিষ্ট করা হয়েছে। পরিবেশবান্ধব বাজি ছাড়া, অন্য সব বাজি নিষিদ্ধ ঘোষণা করল পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।
দীপাবলির পর পরিবেশ দূষণের অন্যতম কারণ আতসবাজি। তার আগেই পরিবেশবান্ধব বাজি নিয়ে এই নির্দেশিকা জারি করেছে পর্ষদ। ছট পুজোতে রাজ্যের বিভিন্ন এলাকায় বাজি পোড়ানো হয়। নতুন নির্দেশিকা অনুযায়ী, ছটপুজোর দিন সন্ধে ছটা থেকে আটটা পর্যন্ত বাজি ফাটানো যেতে পারে।
নিউ ইয়ারে মাত্র ৩৫ মিনিট বাজি পোড়ানোর সময় বেঁধে দেওয়া হয়েছে। রাত ১১টা ৫৫ থেকে ১২টা ৩০ পর্যন্ত পরিবেশবান্ধব বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।