রাজ্যের রেশন তালিকা থেকে মৃত ব্যক্তিদের নাম বাদ দিতে সচেষ্ট হল নবান্ন। দুয়ারে সরকার প্রকল্প কার্যকর হতেই রেশন তালিকায় বিপুল সংখ্যক মৃত মানুষের নাম দেখতে পায় সরকার। তারপরেই এই উদ্যোগ সরকারে। নবান্নের আশা, এতে অন্তত ৫০০ কোটি টাকা সাশ্রয় হবে সরকারের
রাজ্যের তরফে ‘দুয়ারে রেশন’ প্রক্রিয়া চালু করতে গিয়ে আসল তথ্য উঠে এসেছে সরকারের হাতে। সেখানে দেখা গিয়েছে, রাজ্যে আগেই চালু ছিল ১০ লক্ষ ৪০ হাজার রেশন কার্ড। ‘দুয়ারে সরকার’ ক্যাম্পের পর রাজ্যের রেশন গ্রহীতাদের সংখ্যা বেড়ে প্রায় ১০ লক্ষ ৬০ হাজার হতে পারে। এই পরিসংখ্যানেই নড়েচড়ে বসেছে রাজ্য সরকার। খাদ্য দফতর সূত্রে খবর, রাজ্যে রেশন কার্ড সারেন্ডার করার সংখ্যা অত্যন্ত নগণ্য।
Prediction of rain: দক্ষিণবঙ্গে 'না' বৃষ্টির। বন্যা আতঙ্কের মধ্যেই খুশির কথা রাজ্যে
এত সংখ্যক কার্ড হল কীভাবে? চিন্তা বেড়েছে নবান্নের। তাই বিশেষ বৈঠক করে একটি সিদ্ধান্তে পৌঁছেছে নবান্ন। বৃহস্পতিবার রাজ্যের তরফে নির্দেশ এবার থেকে প্রতি মাসে জন্ম-মৃত্যুর পঞ্জিকরণ দফতরের আধিকারিকদের মৃতের তালিকা পাঠাতে হবে রাজ্য সরকারের কাছে। সেই মতো আপডেট করা হবে তালিকা।