বছরের শুরুতেই রাজ্যবাসীকে জোড়া উপহার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। আন্তর্জাতিক বইমেলা (International Book Fair) ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Calcutta International Film Festival) দিনক্ষণ জানাল রাজ্য। আগামী ৭ -১৪ জানুয়ারি পর্যন্ত হবে কলকাতা আন্তর্জাতি চলচ্চিত্র উৎসব। ৩১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক বইমেলা। এবার বইমেলায় থিম থাকবে বাংলাদেশ (Bangladesh)।
রাজ্য সরকার জানিয়েছে, আগামী এপ্রিল মাসে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন হবে। এরপরই রাজ্যে চলচ্চিত্র উৎসব ও বইমেলার কথা ঘোষণা করা হয়। গতবছর করোনা সংক্রমণের জন্য বইমেলা আয়োজন করা যায়নি। ২০২০ সালে বইমেলার থিম ছিল বাংলাদেশ। এবার সেই থিমকেই রাখা হবে। তার আগে ৭ জানুয়ারি থেকে আটদিনের জন্য রাজ্যে চলচ্চিত্র উৎসবের আয়োজন করবে রাজ্য।
রাজ্যবাসীকে ভাইফোঁটার শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, ট্যুইটে দিলেন সম্প্রীতির বার্তা
গতবার বইমেলা বন্ধ হয়ে যাওয়ায় হতাশ হয় বইপ্রেমীরা। এবার বইমেলা আয়োজন নিয়ে আক্ষেপ শোনা যায় বইপ্রেমীদের গলায়। সেই আশা পূর্ণ হতে চলেছে।