সারাদিন হাড্ডাহাড্ডি লড়াই শেষে নন্দীগ্রাম থেকে জয়ী হলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। দিনভরই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে টানটান লড়াইয়ের সাক্ষী ছিল বাংলা। ছিল ওঠা-নামার খেলা। ব্যবধান কমা-বাড়া নিয়ে পারদ ক্রমশই চড়ছিল। প্পথমে পিছিয়ে থাকলে ও পরে এগিয়ে যান মমতা। তবে সাপ-লুডোর খেলায় যবনিকা পতন হয় । জয়ী হন শুভেন্দু।এরপরেই সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম আসনে পূর্ণগণনার দাবি জানান। পরে সেই দাবি খারিজ করে দেয় কমিশন।