কাঁচরাপাড়ায় রায় পরিবারে বৃহস্পতিবার জোড়া টেনশন। কৃষ্ণনগরে যেমন মুকুল রায়ের অ্যাওয়ে ম্যাচ, তেমনই ঘরের মাঠ বীজপুরে হোম ম্যাচ খেলবেন মুকুলপুত্র শুভ্রাংশু৷ লোকসভায় এই কেন্দ্রে এগিয়ে ছিল বিজেপি। সেই অর্থে তুলনামূলক ‘সেফ’ সিটেই লড়াই করছেন শুভ্রাংশু। এলাকায় তাঁর প্রভাবও রয়েছে। কিন্তু লড়াইটা ঠিক কেক-ওয়াক নয়। মুকুলপুত্রের বিরুদ্ধে লড়াই করছেন তৃণমূলের স্থানীয় নেতা সুবোধ অধিকারী। এলাকায় তাঁরও ভাল প্রভাব রয়েছে। আছে শক্তিশালী ভোট মেশিনারিও। লোকসভায় বীজপুরে ৫৮,৯১২ ভোট পেয়ে এগিয়েছিল বিজেপি। তৃণমূল পায় ৫১,০১৬ ভোট। সিপিএম পায় ১৪,৩৮৫ ভোট।