প্রথমে রবীন্দ্র সদন, তারপর বিধানসভা হয়ে বালিগঞ্জের বাড়িতে নিয়ে আসা হল সুব্রত মুখোপাধ্যায়ের মরদেহ৷ রাজনৈতিক নেতারা ছাড়া তাঁকে শেষ শ্রদ্ধা জানালেন কাতারে কাতারে মানুষ।
সকাল ১০টা থেকে রবীন্দ্র সদনে শায়িত ছিল প্রয়াত মন্ত্রীর মরদেহ। সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় বিধানসভায়। সেখানে শাসক এবং বিরোধীদলের বিধায়করা শেষ শ্রদ্ধা জানান তাঁকে। ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীরা শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানান রাজ্যপাল জগদীপ ধনখড়।
বিধানসভা থেকে বালিগঞ্জের বাড়িতে নিয়ে যাওয়া হয় সুব্রত মুখোপাধ্যায়ের দেহ। প্রিয় নেতাকে শেষ বারের মতো দেখতে একডালিয়া এভারগ্রিন ক্লাবের সামনেও ভিড় জমিয়েছেন সুব্রতর অনুগামীরা।