এসএসকেএম হাসপাতালের আইসিইউ-তে ভর্তি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা অপরিবর্তিত। এখনও অক্সিজেন সাপোর্টে রয়েছেন তিনি। তবে, আজ সকালে খুলে দেওয়া হয়েছে বাইপ্যাপ সাপোর্ট। সকালে পাকা পেঁপে, ওটস দিয়ে প্রাতঃরাশ সেরেছেন মন্ত্রী। সকাল সাড়ে ১০টায় ৭ সদস্যের মেডিক্যাল বোর্ডের চিকিত্সকরা তাঁকে পরীক্ষা করেন।
রবিবার চেক আপ করাতে এসএসকেএম মেডিক্যাল কলেজ হাসপাতালে গেছিলেন সুব্রত মুখোপাধ্যায়। আচমকাই শ্বাসকষ্ট বেড়ে যায় ৭৫ বছর বয়সী এই বর্ষীয়ান নেতার। তড়িঘড়ি তাঁকে এসএসকেএমের কার্ডিওলজি বিভাগের আইসিইউ-তে নিয়ে যাওয়া হয়।