অসুস্থ সুব্রত মুখোপাধ্যায়। এসএসকেএমের কার্ডিওলজি বিভাগের আইসিইউ-তে রয়েছেন বর্ষীয়ান মন্ত্রী। পরিবার সূত্রে খবর, কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। চেক আপের জন্য রবিবার হাসপাতালে ভর্তি করা হয় তৃণমূল নেতাকে। সোমবার প্রবল শ্বাসকষ্ট হওয়ায় পঞ্চায়েতমন্ত্রীকে এসএসকেএম-এর কার্ডিওলজি বিভাগের আইসিসিইউ-তে স্থানান্তরিত করা হয়। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে সূত্রের খবর।
দীর্ঘদিন ধরেই সিওপিডি-র সমস্যা রয়েছে সুব্রত মুখোপাধ্যায়ের। পুজোর সময় থেকেই সমস্যা বেড়েছিল।