তৃণমূলনেত্রী (TMC) তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) গোয়া সফরের দিনই, 'গৃহলক্ষ্মী প্রকল্প'কে কটাক্ষ করলেন সিপিএমের নেতা তথা প্রাক্তন বিধায়ক সুজন চক্রবর্তী (Sujan Chakroborthy)।
তৃণমূল যদি গোয়ায় সরকার তৈরি করতে পারে, তাহলে গৃহলক্ষ্মী প্রকল্পে চালু করা হবে বলে ঘোষণা করেছে বাংলার শাসকদল। তাদের দাবি, গোয়ার প্রতিটি মহিলা মাসে ৫০০০ টাকা করে বছরে ৬০ হাজার টাকা পাবেন।
সুজনের কটাক্ষ, বাংলায় তৃণমূল চালু করেছে 'লক্ষ্মীর ভাণ্ডার'। তাতে মহিলাদের মাসে ৫০০ টাকা করে পাওয়ার কথা। অথচ গোয়ার মহিলাদের মাসে ৫০০০ টাকা করে দেওয়া হবে বলে দাবি করা হচ্ছে! সুজনের মতে, ভোটের স্বার্থে ভাঁওতা দিচ্ছে তৃণমূল।