নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত প্রচার করতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদে মঙ্গলবার বেলায় গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসেন তৃণমূল নেত্রী। মমতার ধরনা বসাও একধরণের প্রচার বলে পাল্টা তোপ দেগেছেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। তাঁর অভিযোগ, ধরনায় বসাতেই বা কী করে সম্মতি দিল নির্বাচন কমিশন?ধরনায় বসা যদি কমিশন বন্ধ করতে না পারে তবে বুঝতে হবে কমিশনও নিরপেক্ষ নয়।