একের পর এক স্টার্টআপ (Startups) তৈরি হচ্ছে ভারতে। ভারত যে বাকি বিশ্বের কাছে স্টার্টআপের এক বড় এবং গুরুত্বপূর্ণ বাজার, সে কথাও বহুবার জানিয়েছেন বিশেষজ্ঞরা। এবার তার প্রতিধ্বনিই শোনা গেল গুগলের (Google) সিইও সুন্দর পিচাইয়ের (Sundar Pichai) মুখে।
২০২১ এর হিন্দুস্থান টাইমস লিডারশিপ সামিটে (Hindustan Times leadership summit 2021) এসে তিনি বলেন, ভারতে যে ভাবে স্টার্টআপ সংস্কৃতি তৈরি হয়েছে তা অত্যন্ত 'হৃদয়স্পর্শী'।
তিনি এ কথাও জানান, ভারতীয় স্টার্টআপগুলিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিয়ে সাহায্য করার জন্য গুগল সবসময়ই প্রস্তুত।
প্রসঙ্গত, গত সপ্তাহে পরাগ আগরওয়াল (Parag Agarwal) টুইটারের (Twitter) সিইও হওয়ার পরেই পিচাইয়ের এই বক্তব্যকে অর্থপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহালমহল।