ভোট দিতে গিয়ে জানলেন তাঁদের নাম উঠেছে মৃতের তালিকায়। মুর্শিদাবাদের সুতির ৫৭ নম্বর বুথের ঘটনা। সকাল সকাল হাপানিয়া প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে গিয়েছিলেন রনজিত দাস,রিঙ্কু দাস। সবে ভোটের তালিকায় নাম উঠেছে শেখর দাসের। তারও একই অবস্থা, মৃতের তালিকায় নাম থাকায় ভোট দিতে পারেননি কেউই।