T20 World Cup: 'এই দল আমার প্রত্যাশার চেয়েও বেশি অর্জন করেছে', শেষ সাংবাদিক সম্মেলনে মন্তব্য শাস্ত্রীর

Updated : Nov 09, 2021 11:44
|
Editorji News Desk

সোমবারের ম্যাচে নামিবিয়াকে(Namibia) হারানোর পর রবি শাস্ত্রী তাঁর শেষ সাংবাদিক সম্মেলনে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হাজির হয়েছিলেন। "এটা এতটাও সোজা নয় যে আপনি একদিক দিয়ে পেট্রোল(Petrol) ঢালবেন আর গাড়ি আপনাআপনি চলতে শুরু করবে।" সাংবাদিক সম্মেলনে মন্তব্য করেন ভারতের হেড কোচ।

তবে অধিকাংশ সময়ই অত্যাধিক ক্রিকেট(T20 World Cup) খেলার ফলে ক্লান্ত হওয়া, এবং অপেশাদারী মনোভাবের যে অভিযোগ ক্রিকেটপ্রেমীরা তোলেন, তা সরাসরি অস্বীকার করেন রবি শাস্ত্রী। তবে তিনি এই প্রথমবারের মতো স্বীকার করে নিয়েছেন, অত্যাধিক ক্রিকেট খেলার ফলে ভারতীয় দলের(Team India) সদস্যরা শারীরিক এবং মানসিকভাবে ক্লান্ত।

T20 World Cup 2021: টানা ক্রিকেটে শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত ক্রিকেটাররা, বিদায়ের আগে দাবি শাস্ত্রীর

রবি শাস্ত্রী(Ravi Shastri) সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, "এরকম বহু খেলোয়াড় আছেন যাঁরা শেষ ২৪ মাস ধরে বিভিন্ন ফরম্যাটের ক্রিকেট খেলে আসছেন। তাঁরা হয়তো মেরেকেটে বিশ্রাম পেয়েছেন মাত্র ২৫ দিন। আপনি যেই হোন না কেন, সে আপনি যদি ডন ব্র্যাডম্যানও হন এবং বায়ো বাবলে থাকেন, তাহলে দিনের শেষে সেই ধাক্কা সামলে একটা গড়পরতা পারফরম্যান্সই দেবেন আপনি।"  

কিন্তু শাস্ত্রী যুক্তিকে ঢাল করলেও ভারতের সাম্প্রতিককালের ক্রিকেটে সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই। দশদিনেরও কম ব্যবধানে এই পরিশ্রান্ত দল দেশের মাটিতে আয়োজিত সিরিজে নিউজিল্যান্ডের(New Zealand) মুখোমুখি হবে। ফলে একটা আশঙ্কা রয়েই যাচ্ছে। এরপরেই আবার মেন ইন ব্লু দীর্ঘ ২ মাসের সফরে দক্ষিণ আফ্রিকা(South Africa) রওনা দেবে। তারপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ(West Indies), শ্রীলঙ্কার(Sri Lanka) সঙ্গে খেলা রয়েছে ভারতের(India)। এরপর যথারীতি আইপিএল(IPL 2022)এবং তারপর দক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াই হবে দেশের মাটিতে।

তবে টিম ইন্ডিয়ার মানসিক শক্তি সম্পর্কে রবি শাস্ত্রী যথেষ্ট প্রশংসা করেছেন। তিনি বলেছেন, "যেভাবে আপনি জীবনের প্রতিটি চড়াই-উতরাই পার হন; ঠিক সেভাবেই ভারতীয় দল বিভিন্ন ঘাত-প্রতিঘাত পেরিয়ে এগিয়ে চলেছে।"

ভারতীয় দলের হেড কোচ হিসেবে এটাই শেষ বিশ্বকাপ শাস্ত্রীর। কিন্তু কাকতালীয়ভাবে ৫০টি T20 ম্যাচে শাস্ত্রীর সঙ্গে কোহলির দীর্ঘ লড়াই মিলে যায়। তবে যাওয়ার আগে শাস্ত্রী তাঁর শেষ সাংবাদিক সম্মেলন থেকে বলেছেন, "এই ভারতীয় দল আমার প্রত্যাশার চেয়েও বেশি অর্জন করেছে।"

Virat KohliT20 world cupRavi ShastriTEAM INDIANamibia

Recommended For You

editorji | খেলা

Indian Cricket: পাকিস্তানেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, তবে নিরপেক্ষ ভেনুতে খেলবে ভারত, ঘোষণা আইসিসির

editorji | খেলা

Ravichandran Ashwin : অবসর নিয়ে রবিচন্দ্রন অশ্বিনের কান্না, গম্ভীরের কী ভূমিকা ছিল জানেন?

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?

editorji | খেলা

India vs Australia: ব্রিসবেনে ভিলেন বৃষ্টি, গাব্বায় প্রাপ্তি বাংলার আকাশদীপ