রাত পোহালেই মহাযুদ্ধ। টি২০ বিশ্বকাপের আসরে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। তার আগে যশপ্রীত বুমারার প্রশংসায় উচ্ছ্বসিত পাক তারকা মহম্মদ আমির। তাঁর কথায়, নিঃসন্দেহে বুমরা এখন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বোলার।
বুমরা যেভাবে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেন, পাওয়ারপ্লে এবং ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে ওঠেন, তার প্রশংসা শোনা গিয়েছে আমিরের গলায়। এই প্রশংসার কারণও রয়েছে। প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে চার ওভারে ২৬ রানে ৪ উইকেট তুলে নিয়েছেন বুমরা।
T20 World Cup 2021: ভারত-পাক ম্যাচ নিয়ে আগেরদিন কী বললেন সৌরভ?
পাকিস্তানের বোলার শাহিন আফ্রিদির সঙ্গে বুমরার তুলনা হয়না বলে মত আমিরের। তাঁর কথায়, শাহিন নিঃসন্দেহে পাকিস্তানের সেরা বোলার৷ কিন্তু তিনি তরুণ। তাঁর সঙ্গে বুমরার তুলনা হয় না।