দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে প্রকাশ্যে এলেন শীর্ষ তালিবান নেতা হসয়বাতুল্লা আখুন্দজাদা। একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখলেন তিনি।
১৫ আগস্ট তালিবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর থেকে একবারও এই তালিবান নেতাকে জনসমক্ষে দেখা যায়নি। প্রশাসনিক কোনও কাজেও অংশ নিতে দেখা যায়নি। তাঁর মৃত্যুর গুজবও শোনা গিয়েছিল। অবশেষে জনসমক্ষে এলেন তালিবান প্রধান হায়বাতুল্লা আখুন্দজাদা।
তালিবানের তরফে বলা হল, শনিবার আফগানিস্তানের দক্ষিণে কান্দাহারে দেখা গিয়েছে তাঁকে। কান্দাহার বরাবরই তালিবানদের শক্ত ঘাঁটি। সেই কান্দাহারেই জনসমক্ষে এলেন তিনি, একটি সংবাদ মাধ্যমকে এ কথা জানিয়েছে তালিবান।
কান্দাহারের ধর্মীয় স্কুল জামিয়া দারুল উলুম হাকিমিয়ায় গেছিলেন আখুন্দজাদা। ২০১৬ সাল থেকে তালিবানের শীর্ষ পদে রয়েছেন এই আখুন্দজাদা। তালিবানের আফগানিস্তান দখলের নেপথ্যেও তিনি।
Afghanistan: আফগানিস্তানের কুন্দুজে ভয়াবহ বিস্ফোরণ! লাফিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা
সেপ্টেম্বরে আফগানিস্তান ছেড়ে চলে যায় মার্কিন সেনা। তার পরেও তাঁকে দেখা যায়নি একবারও। তখন থেকেই সন্দেহ দানা বাঁধে। যদিও আখুন্দজাদা কোনও কালেই খুব একটা জনসমক্ষে আসেন না। তিনি কোথায়, কখন রয়েছেন সেই খবর নাকি তালিবানের শীর্ষ নেতাদের কাছেও থাকে না।