আফগান সীমান্তে পাহারার জন্য বিশেষ সুরক্ষাবাহিনী প্রস্তুত করল তালিবান প্রশাসন। সীমানায় মোতায়েন থাকবে প্রশিক্ষিত সুইসাইড স্কয়্যাড। বিশেষ করে তাজিকিস্তানের দুটি সীমান্তে এই বাহিনী মোতায়েন করেছে তালিবান সরকার।
তাজিকিস্তানের সঙ্গে দুই সীমান্তেই বিশেষ ব্যবস্থা করল তালিবান প্রশাসন। দুই দেশের সীমান্ত তাখহারে ১০ হাজার প্রশিক্ষিত সুইসাইড স্কয়্যাড মোতায়েন করা হয়েছে। তালিবানরা এই সুইসাইড স্কয়্যাডের নাম দিয়েছে লস্কর-ই-মনসুরি বা মনসুর আর্মি।
আফগানিস্তান সীমান্তে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর কার্যকলাপ নিয়ে রাষ্ট্রসঙ্ঘে অভিযোগ জানিয়েছে তাজিকিস্তান। তাজিক প্রেসিডেন্ট ইমোমালি রহমান বলেন, আফগানিস্তান ফের যেভাবে আন্তর্জাতিক সন্ত্রাসের বধ্যভূমি হয়ে উঠেছে, তা জন্য তাঁরা চিন্তিত ও দুঃখিত। পঞ্জশিরের হামলা নিয়েও শোকজ্ঞাপন করে তাজিকিস্তান।