অস্কারের (Oscar) মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবে তামিল ছবি (Tamil Film) 'কুরাঙ্গাল' (koozhangal)। আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে মনোনীত হয়েছে এই ছবি। ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার (FFI) মুখপাত্র সাইজি এন করুণ শনিবার একথা ঘোষণা করেন।
চলতি বছরের শুরুতে রটারডামের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে টাইগার অ্যাওয়ার্ড পায় তামিল ছবি 'কুরাঙ্গাল'। এবার আরও একধাপ এগিয়ে অস্কারের মঞ্চেও এই ছবি। ছবির পরিচালক পিএস বিনোথরাজের প্রথম ফিচার ফিল্ম এটি। ছবি অস্কারে যাচ্ছে শুনে তিনি জানান, "আমরা খুব ভালোবেসে ছবিটি তৈরি করেছিলাম।"
আগামী বছর মার্চ মাসে লস অ্যাঞ্জেলসে অ্য়াকাডেমি পুরস্কার ঘোষণা করা হবে।
অস্কারের মঞ্চে যাওয়ার লড়াইয়ে ছিল সুজিত সরকারের ছবি সর্দার উধম, শেরনি, তামিল পলিটিক্যাল স্যাটায়ার ম্যান্ডেলা ও মালয়ালাম ছবি নায়াত্তু। অবশেষে ভারতের হয়ে অস্কারের মঞ্চে প্রতিনিধিত্ব করবে তামিল ছবি 'কুরাঙ্গাল'।