সমাজর্মী তথা কনিষ্ঠতম নোবেলজয়ী মালালা ইউসুফজাইয়ের বিবাহ নিয়ে তির্যক মন্তব্য করলেন লেখিকা তসলিমা নাসরিন। মালালার 'পছন্দ' নিয়ে কটাক্ষ করে টুইট করেছেন তিনি। তাঁর এমন মন্তব্যের সমালোচনায় সরব হয়েছেন নেটিজেনদের একাংশ। তাঁদের দাবি, মালালার ব্যক্তিগত জীবন নিয়ে অনধিকার চর্চা করছেন তসলিমা।
বিতর্কের সূত্রপাত তসলিমার একটি টুইটকে ঘিরে। সেখানে তসলিমা জানান, মালালার উচিত ছিল একজন পাকিস্তানির বদলে কোনো সুদর্শন শ্বেতাঙ্গ পুরুষকে বিয়ে করা। তিনি আরো দাবি করেন, মাত্র ২৪ বছর বয়সে বিয়ে করে ভুল করছেন মালালা। তাঁর উচিত ছিল ৩০ বছরে পৌঁছে বিয়ে করা।
Malala Yousafzai: বিয়ে করলেন মালালা ইউসুফজাই, অভিনন্দনের বন্যায় ভাসল সোশ্যাল মিডিয়া
এরপরই তসলিমার সমালোচনায় সরব হন নেটিজেনরা। কারো মতে তিনি মালালার ব্যক্তিগত জীবনে নাক গলাচ্ছেন, কারো দাবি, তসলিমা অনধিকার চর্চা করছেন। পাকিস্তানি পুরুষরা 'প্রগতিশীল' নন বলেও দাবি করেছিলেন তসলিমা। তারও সমালোচনা করেছেন অনেকে।