এবার কী তবে ভাঙতে চলেছে দেবলীনা দত্ত(Debolina Dutta), তথাগত মুখোপাধ্যায়ের(Tathagata Mukherjee) ৮ বছরের সম্পর্ক? ইতিমধ্যেই তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে টলিপাড়ার(Tollywood) অন্দরে। নভেম্বরের শেষ থেকেই দেবলীনা-তথাগত আলাদা থাকছেন বলে জানা গিয়েছে।
সম্পর্ক ভাঙার কারণ হিসেবে উঠে এসেছে তৃতীয় ব্যক্তি অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়ের(Bibriti Chatterjee) নাম। গুঞ্জন, তথাগতর নতুন ছবি 'ভটভটি'-তে কাজ করার সময় থেকেই তথাগত-বিবৃতি ঘনিষ্ঠতা বাড়ে। তবে এ বিষয়ে তথাগত জানিয়েছেন বিবৃতির সঙ্গে সম্পর্কে জড়ালে সবার আগে জানবেন দেবলীনা(Debolina Dutta)। কিন্তু গোটা টলিপাড়া(Tollywood) জানে গত একমাস ধরে লিভ-ইন করছেন তথাগত-বিবৃতি।
এ বিষয়ে অভিনেত্রী দেবলীনা দত্ত(Debolina Dutta) জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই তথাগত এবং তিনি এক সঙ্গে থাকছেন না। তাঁর কাছে এই সম্পর্কের আর কোনও অর্থ নেই। তথাগত ও তাঁর সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। অন্যদিকে তথাগত মুখোপাধ্যায়(Tathagata Mukherjee) জানিয়েছেন, কন্যাকুমারী(Kanyakumari) এবং দেবলীনা(Debolina) দু'জনের সঙ্গেই তাঁর সম্পর্ক কাজ করেনি।