যাবতীয় বিতর্ক পিছনে ফেলে দক্ষিণ আফ্রিকায় প্রস্তুতি শুরু করল বিরাট কোহলির (Virat Kohli) টিম ইন্ডিয়া।
ভারতীয় দলের অনুশীলনের ঝলমলে মেজাজের ছবি সামনে এসেছে। বিসিসিআই (BCCI) টুইট করেছে প্র্যাকটিশের ভিডিয়ো। তাতে দেখা যাচ্ছে, অধিনায়ক কোহলি এবং কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) হালকা স্ট্রেচিং করছেন। মজা করতে করতে, হাসিঠাট্টার আবহে ফুটবল খেলছেন টিমের সদস্যরা। গোটা ট্রেনিংয়ের তত্ত্বাবধান করছেন ভারতীয় দলের ফিটনেস কেচ সোহম দেশাই।
ভারতীয় টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, মুম্বইয়ে দীর্ঘ নিভৃতবাস এবং ১০ ঘণ্টার বিমানযাত্রার পর ধকল কাটাতেই এমন অনুশীলন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে বক্সিং ডে টেস্ট।