কোথায় তখন বলিউডের কিং খানের গ্ল্যামার। ছেলে আরিয়ানের জামিন নিয়ে শেষ কটা দিন বাবা শাহরুখের যা কেটেছে, তা আর বলার নয়। খাওয়া ঘুম মাথায় উঠেছিল কিং খানের। টেনশনে সঙ্গী ছিল শুধু কাপের পর কাপ কফি।
আরও পড়ুন, আরিয়ানের জামিনের পর ইনস্টায় প্রথম পোস্ট সুহানার, দাদার জন্য কী লিখলেন বোন ?
দেশের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি জানিয়েছেন ২৫ দিন জেলে থাকার পর আরিয়ানের জামিনের খবরে খুশিতে কেঁদে ফেলেছিলেন বাদশা। তিনিই একটি সাক্ষাৎকারে জানান শেষ কদিন খুবই উদ্বিগ্ন ছিলেন বাদশা। খাওয়া দাওয়াও করেননি ঠিক মতো, শুধু ঘনঘন কফি পান করেছেন।
আরিয়ানের জামিনের পর বিরাট স্বস্তি এসেছে খান পরিবারে। আরিয়ানের আইনজীবীদের সঙ্গে হেসে ফটো তুলতেও দেখা গিয়েছে শাহরুখকে।