কলকাতা পুরভোটের আগেই আনন্দপুর (Anandapur) থেকে গ্রেফতার করা হল ১৭ জন বাংলাদেশিকে। অনুপ্রবেশ, জাল নথি তৈরির অভিযোগে গ্রেফতার করা হল তাঁদের। যে ফ্ল্যাটটিতে তাঁরা ভাড়া ছিলেন, তার বাড়িওয়ালাকে মঙ্গলবার আনন্দপুর থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়।
মূল অভিযুক্ত মাহফুজুর রহমানকে ইতিমধ্যেই ট্রানজিট রিমান্ডে উত্তরপ্রদেশ নিয়ে গিয়েছে লখনউ এটিএস (ATS)।
পুলিশ সূত্রে খবর, ওই ১৭ জন নিজেদের মধ্যে যোগাযোগ রাখত একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। কাউকে বিদেশে পাচার করার আগে তাকে ভুয়ো নামে সই করা এবং ঠিকঠাকভাবে হিন্দি বলতে শেখানো হত। কয়েকজন পাকিস্তানির সঙ্গেও মাহফুজুরের যোগাযোগ ছিল বলে উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে দাবি।
আনন্দপুরের গুলশন কলোনি থেকে গ্রেফতার করা হয়েছিল বছর তিরিশের মাহফুজুর রহমানকে। জানা গিয়েছে, বাংলাদেশের মুন্সিগঞ্জের বাসিন্দা সে। অনুপ্রবেশের অভিযোগে আটক করা হয়েছে আরও ১৭ জন বাংলাদেশি নাগরিককে। তল্লাশি চালিয়ে একাধিক পাসপোর্ট, আধার কার্ড সহ বিভিন্ন নথি উদ্ধার করেছে পুলিশ।
দিনকয়েক আগে উত্তরপ্রদেশ পুলিশের জঙ্গিদমন শাখা লালবাজারের সঙ্গে যোগাযোগ করে। জানানো হয় কলকাতায় লুকিয়ে আছে মাহফুজুর। তার সঙ্গে জঙ্গি সংগঠনের কোনও যোগ আছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।