সোমবার মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল কংগ্রেসের(TMC) রাজ্যসভার প্রার্থী লুইজিনহো ফ্যালেইরো(Luizinho Faleiro)। সেখানে পৌঁছে তিনি তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ(Nirmal Ghosh) এবং তাপস রায়ের(Tapas Roy) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
শনিবার তৃণমূলের তরফে ফ্যালেইরোকে রাজ্যসভার প্রার্থী(Rajyasabha Candidate) করার কথা জানানো হয়। আগামী বছর গোয়ায় ভোট(Goa Election), তাই সেখানে সাংগঠনিক শক্তি বাড়াতে সাতবারের জয়ী বিধায়ককে রাজ্যসভায় প্রার্থী করা হল বলেই মত ওয়াকিবহাল মহলের।
রাজ্যসভার সাংসদ হিসেবে অর্পিতা ঘোষের(Arpita Ghosh) মেয়াদ শেষ। ফলে তাঁর ঐ শূন্যস্থানে কে রাজ্যসভায় তৃণমূলের প্রতিনিধিত্ব করেন, তা নিয়ে জল্পনা ছিল । শোনা যায়, দিল্লির এক শীর্ষ নেতাও এই দৌড়ে ছিলেন। তবে শেষপর্যন্ত দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ভরসা রাখলেন গোয়ার এই প্রাক্তন মুখ্যমন্ত্রীর(Former CM of Goa) ওপর।