বেলা বাড়তেই ভোটের অঙ্ক অনেকটাই স্পষ্ট। গণনার ট্রেন্ডে বিজেপিকে ব্যাকফুটে ফেলে অনেকটাই এগিয়ে যায় তৃণমূল কংগ্রেস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ভিড় বেড়েছে কালীঘাটের হরিশ মুখার্জি স্ট্রিটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। সেখানেই শুরু হয়ে যায় বিজয় উল্লাস। ঢাক ঢোল পিটিয়ে খেলা হবে গানের সঙ্গে নাচ। একই ছবি ধরা পড়েছে বিধাননগর কলেজের সামনেও। রাজারহাট গোপালপুর এবং রাজারহাট-নিউটাউন দুই কেন্দ্রেই তৃণমূল প্রার্থী এগিয়ে থাকায় বিধাননগর কলেজের সামনেই শুরু হয়ে যায় আবির খেলা। রীতিমতো ঢাকঢোল পিটিয়ে খেলা হবে গানের সঙ্গে নাচের তালে মেতে ওঠেন তৃণমূল কর্মীরা।