বাংলার নীল বাড়ির দখল নেবে কে? সকাল থেকেই এ নিয়ে ছিল টানটান উত্তেজনা। গোটা দেশেরই নজর বাংলার দিকে। বেলা যত বেড়েছে গণনার ট্রেন্ডে বিজেপিকে পেছনে ফেলে এগিয়ে গেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। উচ্ছাসের ঢেউ গিয়ে পড়েছে কলকাতায় বিজেপির সদর কার্যালয় হেস্টিংস হাউসের সামনেও। তৃণমূল কর্মী সমর্থকরা বিজেপি কার্যালয়ের সামনেই আবির খেলায় মেতে ওঠেন। সঙ্গে ছিল খেলা হবের গান।