ভাইফোঁটার রাতে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত বেহালা। ঘটনাস্থল ১২১ নম্বর ওয়ার্ড। শনিবার রাতে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। মামুদপুর কল্যাণ সংঘ পুজো মণ্ডপে বেশ কয়েকজন মহিলা ও যুবক বসেছিলেন। অভিযোগ, সেসময় কয়েকজন যুবক এসে ঝামেলা শুরু করে। প্রতিরোধ করলে, তারা হামলা চালায় বলে অভিযোগ। এমনকি হামলার হাত থেকে বাদ যান না মহিলারাও।
ঘটনার নেপথ্যে এলাকারই প্রভাবশালী ব্যক্তি দেবজিৎ পান্ডের হাত রয়েছে বলে অভিযোগ। জনা পঞ্চাশেক লোক মারধর করেছে বলে অভিযোগ। মহিলাদের ওপরেও হামলা হয়েছে। গুরুতর জখম হয়েছেন ১০ জন। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বেহালা থানায় অভিযোগ দায়ের হয়েছে।