কলকাতা পুরভোট (KMC Election) উপলক্ষ্যে প্রকাশিত হল তৃণমূলের (TMC) ইস্তেহার (Manifesto)। ঘোষণা করা হল '১০ দিগন্ত কলকাতা' নামে উন্নয়ন কর্মসূচির কথাও। কলকাতার সমস্ত রাস্তার উন্নয়ন করা হবে। সব জায়গায় পানীয় জলের ব্যবস্থার প্রতিশ্রুতি। ইস্তেহারে কলকাতার নিকাশি ব্যবস্থায় জোর দেওয়ার কথা বলা হয়। উন্নত করা হবে শহরের স্বাস্থ্য পরিষেবা। ৩০টি ডেঙ্গি নির্ধারণ কেন্দ্র গড়া হবে। মসৃণ রাস্তার প্রতিশ্রুতি। শহরে অতিরিক্ত ২০০টি পাম্প বসানো হবে।
'কী কী প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইস্তেহারে?
টালিগঞ্জ, যাদবপুরে জল সমস্যা সমাধান করা হবে।
গর্তবিহীন কলকাতার রাস্তায় নজর।
নিকাশি ব্যবস্থায় নজর, ২০০টি অতিরিক্ত পাম্প বসানো হবে যাতে জল না জমে।
স্বাস্থ্যকেন্দ্রগুলো ২৪ ঘণ্টা খোলা রাখা হবে। স্বাস্থ্যকেন্দ্রের পাশেই হবে ডায়াগনস্টিক সেন্টার।
৩০টি ডেঙ্গু নির্ধারণ কেন্দ্র তৈরি হবে।
ঘাট, বাজার, পার্ক পরিষ্কার রাখা হবে।
প্রতি ওয়ার্ডে কমিউনিটি হল হবে।
প্রতি ওয়ার্ডে লেডিস টয়লেট, পাশেই থাকবে বেবি কেয়ার রুম।
৫০০ এসি বাসস্টপ।
দ্রুত সমস্যা সমাধানে প্রতি ওয়ার্ডে।
পাড়ায় পাড়ায় নিষ্পত্তি সেল। যার মাথায় থাকবেন মুখ্য়মন্ত্রী নিজে।
'সমাধান অ্যাপে'র মাধ্যমে ১৪ দিনেই সমস্যা সমাধান।
যে কোনও দরকারেই আর KMC ছুটতে হবে না। সব দফতরেই অনলাইনে আবেদন।
রাজ্যে ১০০টি ইংলিশ মিডিয়াম স্কুল করা হবে।
গৃহহীনদের রাত্রিবাসের জন্য ১২টি কেন্দ্র তৈরি করা হবে।