বাজার করতে বেরিয়ে আক্রান্ত হলেন হুগলির বাঁশবেড়িয়া পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান ও তৃণমূল নেতা আদিত্য নিয়োগী। মঙ্গলবার সকালে তিনি বাজারে বেরিয়েছিলেন। স্থানীয় সূত্রে দাবি, সেই সময় তাঁকে পিছন থেকে কোমরে গুলি করে কয়েকজন দুষ্কৃতী। আহত অবস্থায় তাঁকে চুঁচুড়ার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে তাঁকে রেফার করা হয় কলকাতার হাসপাতালে। গুলিকাণ্ডের পরেই অভিযুক্ত সোনা শীলের বাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা।