শেষ মুহূর্তে নাগাল্যান্ড (Nagaland) যাত্রা বাতিল করল তৃণমূলের প্রতিনিধি দল (TMC Delefates)। সোমবার সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছেও ফিরে এলেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা। এই প্রতিনিধি দলে ছিলেন রাজ্যসভার সাংসদ সুষ্মিতা দেব, প্রসূণ বন্দ্যোপাধ্যায়, শান্তনু সেন ও অপরূপা পোদ্দার এবং ত্রিপুরা তৃণমূলের মুখপাত্র বিশ্বজিৎ দেব।
তৃণমূল সূত্রে খবর, নাগাল্যান্ডের আইন-শৃঙ্খলা (Law and Order) পরিস্থিতি ভালো না হওয়ায় সফর বাতিল করা হয়েছে। সরকার তৃণমূলের প্রতিনিধি দলের দায়িত্ব নিতে চাইছে না। প্রতিনিধি দলের সূত্রে জানানো হয়েছে, গুয়াহাটি (Guwahati) বিমানবন্দরে নামলে তাঁদের হয়তো আটকে দেওয়া হবে। এবং বলা হবে, প্রতিনিধি দলের জন্যই অসম ও নাগাল্যান্ডে আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে।
নাগাল্যান্ডে নিরাপত্তা বাহিনীর গুলিতে এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। প্রাণ হারিয়েছেন ১৪ জন নাগাল্যান্ডের নাগরিক ও এক জওয়ান। এই ঘটনায় তদন্তের দাবি করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।