সকাল থেকেই কালীঘাটের অলিগলিতে ভিড় জমিয়েছিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। ব্যবধান যত বাড়ল, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে উচ্ছ্বাসের ছবি আরও স্পষ্ট হল। শাঁখ, কাঁসর, ঘণ্টা নিয়ে নাচতে দেখা গেল তৃণমূল কর্মীদের।আকাশে উড়েছে সবুজ আবির। আবির খেলায় মেতেছেন কর্মীরা।
রবিবার গণনার শুরু থেকেই প্রত্যেক রাউন্ডে এগিয়ে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যবধান বাড়তেই যেন অকাল হোলি উৎসবের ছবি কালীঘাটে। তৃণমূলের পতাকা ও সবুজ আবীর নিয়ে শুরু হয়ে যায় সেলিব্রেশন। বক্সে বাজতে শুরু করে 'খেলা হবে' গান। নাচতে শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকরা।
ভবানীপুর বিধানসভা উপনির্বাচনের গণনায় এখনও বিপুল ব্যবধানে এগিয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাছাকাছিও নেই বিজেপি ও বাম প্রার্থীরা।