বাংলায় তৃতীয় বারের জন্য সরকার গড়তে চলেছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের সঙ্গেই আরও চার রাজ্যে ভোট গণনা হয়েছে রবিবার। অসম,কেরালা, তামিলনাড়ু ও পুদুচেরিতে।কেরলে সরকার গড়তে চলেছে বামেরাই।তামিলনাড়ুর মসনদে ১০ বছর বাদে বসতে চলেছে ডিএমকে।এ বারের বিধানসভা নির্বাচনেও প্রধান লড়াই ছিল মুখ্যমন্ত্রী ইকে পালানিস্বামীর এআইএডিএমকে বনাম বিরোধী নেতা এমকে স্ট্যালিনের ডিএমকের। অন্যদিকে অসমে বিধানসভা নির্বাচনে জয়ের মূল কারিগর দীর্ঘ দিন আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়ার হেমন্ত বিশ্বশর্মা।তাঁর নেতৃত্বেই যুদ্ধে নেমেছিল অসম এনডিএ।গৌরব গগৈয়ের কংগ্রেসকে ধরাশায়ী করে অসমে উড়েছে গেরুয়া পতাকা।